ICANN Outreach Program Held at BTRC with CORNQ as Sponsor

Event

We are delighted to share the success of the ICANN Outreach Program, held at the BTRC building in Agargaon, Dhaka, on July 11 and 14, 2024. As a proud community sponsor, CORNQ was thrilled to support this significant event that gathered IT professionals, industry leaders, and stakeholders to discuss digital economic prosperity and the importance of expanding the use of the .bangla domain.

Event Highlights

The program, a joint initiative by the Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC), the Internet Corporation for Assigned Names and Numbers (ICANN), and the Bangladesh Domain Industry, was marked by insightful discussions and strategic proposals.

Key Discussions

  1. Increased Use of .bangla Domain: The program emphasized the need to enhance the utilization of the .bangla domain to boost digital economic growth.
  2. Opening .bd Domain to Private Sector: Proposals were made to open the .bd domain to private organizations, both domestic and international, to foster a competitive and innovative environment.

Notable Speakers and Presentations

CORNQ Sponsors Successful ICANN Outreach Program in Dhaka 2024

  • State Minister for Posts, Telecommunications, and Information Technology, Zunaid Ahmed Palak, participated virtually as the chief guest and emphasized the importance of adopting new GTLDs like .bangla, .court, .Dhaka, and .summit to position Bangladesh strongly in the domain industry.
  • Director General of BTRC, Brigadier General Kazi Mustafizur Rahman, presented a compelling proposal to increase the use of the .bangla domain and open the .bd domain to private organizations.
  • Sameeran Gupta, Leader of Government Affairs and Public Policy at ICANN, joined virtually from Delhi and shared insights on the market potential and security of domains, highlighting the growth of regional language-based top-level domains and the overall market expansion since 2012.

ICANN Outreach Program Bangladesh.

ICANN Outreach Program in Bangladesh focused on internet innovations, business opportunities in the domain name industry, DNS security, and industry insights, jointly organized by BTRC and ICANN.

#Bangladesh #SmartBangladesh #Vision2041 #BTRC #ICANN #Domain #Internet #Innovation #opportunities #industry #DNS

Posted by Zunaid Ahmed Palak on Sunday 14 July 2024

 

Achievements and Future Directions

The event successfully underscored the importance of enhancing the digital infrastructure and expanding the domain industry in Bangladesh. Key takeaways included:

  • The necessity of universal acceptance of the Bengali language on the Internet.
  • The potential benefits of a public-private partnership in the innovation process.
  • The readiness to propose new GTLDs by April 2026.

 

CORNQ Sponsors Successful ICANN Outreach Program in Dhaka 2024

First-Day Program Highlights

 

প্রযুক্তি, ক্রিয়েটিভ আইডিয়া ও ইনোভেটিভ বিজনেস মডেলের সমন্বয়ে আমাদের ডট বিডি ও ডট বাংলা ডোমেইনকে বিশ্বব্যাপী পৌঁছে দেওয়া সম্ভব। বৈশ্বিক নীতিমালা অনুসরণ করে বিশ্ববাজারে আমাদের ডোমেইন সেবাকে পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ ও ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বার্স (ICANN) আমাদের সহযোগিতা করবে। আমরা সবসময় পাবলিক ও প্রাইভেট পার্টনারশিপ উদ্যোগের মাধ্যমে এগিয়ে যেতে চাই। সরকার, প্রাইভেট সেক্টর, স্টার্টআপ ও একাডেমিয়ার সমন্বয়ে আমরা ডট বিডি ও ডট বাংলা ডোমেইন সেবা চালু করতে চাই।

বিশ্ববাজারে ডোমেইন সেবাদাতা প্রতিষ্ঠানের বিশাল ব্যবসা হচ্ছে। বাংলাদেশের এক্ষেত্রে পিছিয়ে থাকার সুযোগ নেই। দুর্বলতা লুকিয়ে না রেখে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে; ছোট সমস্যা না লুকিয়ে টেকনিক্যালি বিজ্ঞদের পরামর্শ নিয়ে সমাধান করা উচিত। তাহলে সর্বনাশ হওয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব। ডট বাংলাকে সবার জন্য উন্মুক্ত ও ডট বিডিকে ডিজিটাল ভেরিফিকেশন এবং ডটগভকে পূর্ণাঙ্গ ভেরিফিকেশনের মাধ্যমে ডোমেইন প্রসেস স্মার্ট করতে হবে। বিটিসিএলের পাশাপাশি বেসরকারি বা প্রাইভেট প্রতিষ্ঠানও এ সংক্রান্ত সেবা দিতে পারবে।

ডট বিডি ও ডট বাংলা ডোমেইন সেবাকে আমরা ৩৩৩, ৯৯৯, সুরক্ষা এবং পরিচয় পোর্টালের মতো বিশ্বস্ত করে তুলতে চাই। আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য থাকবে নাগরিক সন্তুষ্টি। দেশের নাগরিক খুশি থাকলে আমরা খুশি থাকবো এবং সরকারও খুশি থাকবে।

– পলক

আইকান(ICANN) আউটরিচ প্রোগ্রামে আলোচনা সভায়।

Posted by Zunaid Ahmed Palak on Thursday 11 July 2024

 

CORNQ’s Role and Commitment

As a community sponsor, CORNQ is committed to supporting initiatives that drive digital innovation and economic growth. We believe in the potential of the domain industry to create new business opportunities and enhance internet security and infrastructure.

The ICANN Outreach Program in Dhaka was a resounding success, bringing together experts and stakeholders to chart the future of the digital economy in Bangladesh. We look forward to continuing our support for such initiatives and contributing to the growth and development of the Internet ecosystem.

For more details about the event, visit the ICANN Outreach Program website.

CORNQ Sponsors Successful ICANN Outreach Program in Dhaka 2024

Follow Us

Read More

ডোমেইন নাম কী?

ডোমেইন নাম কী? ডোমেইন নাম হচ্ছে একটি ভার্চুয়াল নাম যেটার মাধ্যমে একটি ওয়েবসাইট সকলের নিকট পরিচিতি পায়। কেন ডোমেইন...

read more

WHMCS কী?

ডাব্লিউএইচএমসিএস(WHMCS) হল একটি বিলিং সফটওয়্যার (billing software)। বিশেষ করে ডোমেইন-হোস্টিং প্রোভাইডার/কোম্পানি এর...

read more

সিপ্যানেল কী?

বাংলা সিপ্যানেল যেটা ইংরেজিতে cPanel বলা হয় । ওয়েবসাইট-এর সাথে সম্পৃক্ত সকল কার্যাবলি এই প্যানেলের মধ্যমে সম্পাদন করা...

read more

কুকিজ কী?

কুকিজ বা cookies কিংবা HTTP cookies ইন্টারনেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম। কুকিজ মূলত ইন্টারনেট ব্যবহারকারীর...

read more

আইপি কী?

বাংলায় আইপি যেটা ইংরেজিতে আমরা বলে থাকি IP (সংক্ষিপ্ত রূপ) এর পূর্ণ রূপ হল Internet Protocol (ইন্টারনেট প্রটোকল)।...

read more

ইন্টারনেট কী?

ইন্টারনেট হল পৃথিবীর সব থেকে বড় নেটওয়ার্ক। নেটওয়ার্ক-এর কথা যেহেতু চলে এল তাহলে জেনে নেওয়া যাক এই নেটওয়ার্ক সম্পর্কে।...

read more
Show/Hide Comments (0 comments)
L

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

You May Love To Read

Pin It on Pinterest

Share This