আমরা অনেকেই চিন্তা করতে থাকি আমাদের একটা ওয়েবসাইট (website) হবে। আর এই ওয়বসাইট বানাতে ডোমেইন এনং হোস্টিং-এর প্রয়োজনীয়তা অস্বিকার্য । কিন্তু, বুঝে উঠতে পারিনা কিভাবে সেই ওয়েবসাইটের ডোমেনই(Domain) এবং হোস্টিং (Hosting) নির্ধারণ করব। ডোমাইন নির্ধারণ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় । কেননা ডোমেইন-এর নামেই কোন ওয়েবসাইট পরিচিতি পায় । তাই প্রথমেই ডোমেইন নির্ধারণে ভুল হয়ে গেলে সেটা ভোগান্তিতে ফেলাতে পারে। আর ওয়েবসাইট হোস্ট(host) করার সময় ভাল হস্টিং না নিলে ওয়েবসাইট-এর স্লো লোডিং (slow loading) , ডাউন (down) খাওয়া, সিকিউরিটি ইস্যু (security issue) এর মত সমস্যায় পড়ে যাবেন যা ওয়েবসাইটের পারফর্মেন্স (performance) খারাপ করে দিতে পারে।
ডোমেইন কেমন হবে?
১/ ডোমেইন নাম আপনার কম্পানি (company)/ নিস (niche) / টপিক (topic) এর সাথে সম্পর্কিত হতে হবে।
২/ ডোমেইন নাম যতটা সম্ভব ছোট হলে ভাল হয়। ছোট বলতে ডোমেইন নামে ক্যারেক্টার (character) / বর্ণ (letter) যত কম রাখা যায় তত ভাল।
৩/ ডোমেইন নাম এক/ দুই শব্দ (word)-এ হলে ভাল। তবে SEO (Search Engine Optimization) নির্ভর ডোমেইন নিতে চাইলে, সেক্ষেত্রে দুইয়ের অধিক শব্দ ব্যবহার করা যেতে পারে।
৪/ ডোমেইন নাম অর্থপূর্ণ ও সহজ হওয়া উচিত। ৫/ ডোমেইন নাম এর এক্সটেনশন (extension) জেনেরিক (generic) টপ লেভেল(Top Level- TD) হলে ভাল। তবে, বিষয় ভিত্তিক বিবেচনায় ক্যাটাগরি(category) অনুযায়ীও নিতে পারেন।
হোস্টিং কেমন হবে?
আপনার ওয়েবসাইট(website)-এর উদ্দেশ্যের উপর নির্ভর করে হোস্টিং নেওয়া উচিত। হোস্টিং কেমন হতে পারে দেখে নেওয়া যাক।
১/ স্টোরেজ(storage)-এর সল্পতা যেন না পড়ে এমনভাবে নেওয়া উচিত।
২/ আপনার ওয়েবসাইটে ভিজিটর কেমন হবে, সেটার উপর নির্ভর করে ব্যান্ডউইথ (bandwidth) নির্বাচন করা উচিত। কখনই প্রয়োজনের কমে না নেওয়া ভাল।
৩/ আপনি যার থেকে হোস্টিং নিচ্ছেন সেটা ওভার সেলিং(over selling) কিনা দেখে ও জেনে নিন। ওভার সেলিং হোস্টিং-এ লোড(load) বেশি পড়ে, ফলে ওয়েবসাইট ধীরগতিসম্পন্ন হয়ে যেতে পারে।
৪/ হোস্টিং এর প্রসেসর(processor), প্রসেসর স্পীড(processor speed), র্যাম(RAM) এর ধারণক্ষমতা সম্পর্কে জেনে নেওয়া বাঞ্চনিয়।
৫/ হোস্টিং এর ব্যাকাপ সার্ভিস (backup service) আছে কিনা সে বিষয়ে জেনে নিন। যদিও নিজের ডেটা(data)-এর সংরক্ষণ নিজে করা শ্রেয়।
৫/ VPS/VM হলে DDOS প্রটেকশন নিশ্চিত হয়ে নেওয়া ভাল। এই ছিল আজকের টুক-টাক আলোচনা। কিছু বিষয় আমি বাদ দিয়ে যেতে পারি। কোন বিষটি বাদ পড়েছে আপনার জানা থাকলে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কোন কিছু ভুল হলে শুধরে দিবেন আশা করি।
0 Comments