সালটা ২০৪৪। সকাল ৯টা বেজে ১৫ মিনিট। বাসার ভার্চুয়াল এসিস্ট্যান্টের ডাকে ঘুম ভাঙলো নাফিজের। ঘুম থেকে উঠে মায়া'কে শুভ সকাল জানিয়ে দাঁত ব্রাশ করতে গেলো নাফিজ। (মায়া তার ভার্চুয়াল এসিস্ট্যান্ট এর নাম) ওয়াশরুমে যাওয়ার পথে নাফিজের মনে পড়লো, 'আরেহ আজ তো ছুটির দিন! অনলাইনে...
