বাংলা সিপ্যানেল যেটা ইংরেজিতে cPanel বলা হয় । ওয়েবসাইট-এর সাথে সম্পৃক্ত সকল কার্যাবলি এই প্যানেলের মধ্যমে সম্পাদন করা হয়ে থাকে। cPanel এর পাশাপাশি CyberPanel, Plesk, Webmin, Direct Admin এর মত বেস কিছু কন্ট্রোল প্যানেলের জনপ্রিয়তা রয়েছে। এর এগুলো সব বিনামূল্যে ব্যবহার করার সুযোগ নেই। সিপ্যানেল ঠিক তেমনই যার লাইসেন্স কিনে চালাতে হয় এবং এই লাইসেন্স প্রতিমাসে রিনিউ করতে হয়।
cPanel এর পোর্ট নম্বরঃ 2082 এবং 2083
সিপ্যানেলের ফিচারঃ
- Files Management
- Database Management
- Data Backup System
- Domain Name Management
- Email Management
- Analytics
- Usage Statistics
- Security
- Software Installation System
এছাড়া আর অনেক এডভান্স ফিচার রয়েছে। আরও ডিটেলস এ জানতে cPanel এর Demo version টি দেখে নিতে পারেন নিচের বাটনে ক্লিক করুন।
0 Comments
Trackbacks/Pingbacks