কুকিজ বা cookies কিংবা HTTP cookies ইন্টারনেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম। কুকিজ মূলত ইন্টারনেট ব্যবহারকারীর ব্রাউজিং অভিজ্ঞতাকে আরও উন্নত করে তুলতে সাহায্য করে।
যদি বলা হয় কুকিজ জিনিসটা কেমন হতে পারে?
খুব সহজ ভাষায় বললে “কুকিজ হল বাদামের ছোবলা“। কেমন করে? ধরুন আমরা একটা জায়গায় ঘুরতে গেলাম সাথে করে কিছু বাদাম নিয়ে গেলাম। এরপর ছুলে ছুলে বাদাম খেয়ে ছোবলাগুলো ওই জায়গায় ফেলে আসলাম।
কুকিজ ঠিক একইভাবে কাজ করে। যখন আমরা কোনো ওয়েবসাইট ভিজিট করি, তখন ভিজিটর হিসেবে ওই ওয়েবসাইটের জন্য কিছু অতিরিক্ত ডেটা বা ইনফরমেশন টেক্সট ফাইল (text file) আকারে তৈরি হয় যার মধ্যে,
- আইপি ইনফরমশন
- ডিভাইস ইনফরমেশন
- ব্রাউজার ইনফরমেশন
- ক্রেডিট/ডেবিট কার্ড ইনফরমেশন
- সময়
- ইউজারনেম
- পাসওয়ার্ড
সহ আরও কিছু ইনফরমেশন থাকতে।
কুকিজ কিভাবে কাজ করে?
যখন কোনো ইন্টারনেট ব্যবহারকারী কোনো ওয়েবসাইটে প্রবেশ করে তখন তার জন্য ওই ওয়েবসাইটের সার্ভারে একটি আইডি তৈরি হয়। এরপর ব্যবহারকারী যতবার ওই ওয়েবসাইটে ভিজিট করবেন সার্ভারে কোনো আইডির সাথে মিল পেলে, ব্যবহারকারীর প্রথমবার ভিজিটের সময় যে বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করেছিল সেই বিষয়গুলো নিজে থেকে দেখানোর জন্য প্রস্তুত থাকবে যদি সেটা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীকে ওয়েবসাইটের ইনফরমেশন দেখানোর মত সক্ষমতা অর্জন করে।
কিংবা, নতুন কোনো ওয়েবসাইটে ভিজিট করলে, সেটা যখন ব্রাউজারের কুকিজ-এর এক্সেস চাইবে, তখন এক্সেস দিলে ওই ওয়েবসাইট-এর সিস্টেম ব্রাউজারের সমস্ত কুকিজ এনালাইসিস করে ব্যবহারকারী সম্পর্কে ধারনা নিয়ে থাকে।
একটা উদাহরণ এমন হতে পারে, “একজন ওয়েব ডেভেলপার দেখলেন তার ডেভেলপ করা ওয়েবসাইটে সব থেকে বেশি ভিজিট করছে কোন ডিভাইস ব্যবহার করে। ধরে নিলাম, কুকিজ এনালাইসিস করে দেখতে পেলেন আন্ড্রোয়েড ব্যবহারকারী বেশি তার ওয়েবসাইটে। এর প্রেক্ষিতে তিনি সিদ্ধান্ত নিতে পাবেন তার ওয়েবসাইটটি এন্ড্রোয়েডের জন্য আর অপ্টিমাইজ করা যায় কিনা।”
- এছাড়া কুকিজ এর মাধ্যমে ওয়েবসাইট ভিন্ন ভিন্ন ব্যবহারকারীর অস্তিত্ব বুঝতে পারে। ফলে, ভিন্ন ভিন্ন ব্যবহারকারীর জন্য ভিন্ন ভিন্ন লগইন এক্সেস তৈরি করে।
- কোন শপিং ওয়েবসাইটে একজন ব্যবহারকারী কি কি পণ্য কিনছে তার ট্র্যাক রাখতে সাহায্য করে।
- ওয়েবসাইটে এডভার্টাইজ দেখানোর ক্ষেত্রে কুকিজ খুবই কার্যকর। কোন ইনটারনেট ব্যবহারকারী কোন ধরনের এডভার্টাইজ পছন্দ করবে সেটা কিকুজের মধ্যমেই নির্ধারন হয়।
কুকিজ কি বিপদজনক?
প্রথমেই একবার বলা হয়েছে, কুকিজ ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ব্রাউজিং অভিজ্ঞতাকে উন্নত করতে সাহায্য করে। কাজেই বলা যায় কুকিজ বিপদজনক নয়। তবে হ্যাঁ, যদি এমন হয় যে ব্যবহারকারী এর কুকিজ থার্ড-পার্টি এর কাছে চলে যাচ্ছে সেক্ষেত্রে এই কুকিজ ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেকোন বিপদজনক জায়গায় প্রকাশ করে ক্ষতিও করতে পারে। থার্ড-পার্টি হল এমন একটি পক্ষ যাদের সাথে ওয়েবসাইটের কোন যোগসূত্র নেই।
আমারদের সবারই উচিত ইন্টারনেট এক্টিভিটি সম্পর্কে সচেতন থাকা। তারই প্রেক্ষিতে, বিশ্বাসযোগ্য নয় মন ওয়েবসাইটে এড়িয়ে চলা উচিত এবং কুকিজ এচেসস এর ক্ষেত্রে সচেতন থাকা উচিত।
0 Comments