ইন্টারনেট হল পৃথিবীর সব থেকে বড় নেটওয়ার্ক। নেটওয়ার্ক-এর কথা যেহেতু চলে এল তাহলে জেনে নেওয়া যাক এই নেটওয়ার্ক সম্পর্কে।
নেটওয়ার্ক কী?
যখন একাধিক ডিভাইস নিজেদের মধ্যে যুক্ত থেকে একে অপরকে ডেটা পাঠানোর মত সক্ষমতা অর্জন করে, তখন তারা যে মাধ্যম ব্যবহার নিজেদের মধ্যে যুক্ত ছিল সেই মাধ্যমকে নেটওয়ার্ক বলে।
এমন হতে পারে, ধরুন জনাব রহিম সাহেবে বাসার ছাদে একটি পানির ট্যাংকি আছে এবং বাসায় সর্বোমোট ছয় টি ফ্ল্যাট আছে। ওই ট্যাংকির পানি কেবল মাত্র ছয়টি ফ্ল্যাটে যেতে পারবে যদি তাদের মধ্যে কোনো সংযোগ থেকে থাকে। এবার প্রতিটি ফ্ল্যাটে সংযোগ টানা হল পাইপের মাধ্যমে। এভাবে প্রতিটি ফ্ল্যাট পানির সরবরাহ পেল। যেহেতু পাশের বাসার সাথে কোনো রকম সংযোগ স্থাপন করা নেই, তাই সেখানে জনাব রহিম সাহেবের বাড়ির ট্যাংকি থেকে পানি সরবরাহ পাবে না। অর্থাৎ আমরা বলতে পারি জনাব রহিম সাহেবের বাড়িটি একটি নেটওয়ার্ক-এর আওতায় আছে। পাশের বাড়ি এই নেটওয়ার্ক-এর আওতায় নেই বিধায় জনাব রহিম সাহেবের বাড়ি থেকে পানির সুবিধা পাবে না।
এক্ষেত্রে, আমরা প্রতিটি ফ্ল্যাটকে এক একটা ডিভাইস(মোবাইল,কম্পিউটার) হিসেবে কল্পনা করতে পারি। ট্যাংকি-কে সার্ভার হিসেবে কল্পনা করে নিতে পারি । তাহলে এই সিস্টেমটা একটি নেটওয়ার্ক। আর এই নেটওয়ার্কের একটা নাম দিতে পারি যেটার নাম হল ইন্টারনেট।
ইন্টারনেট এতই বড় নেটওয়ার্ক যেটা আমাদের কল্পনার বাহিরে। বিলিয়ন বিলিয়ন ডিভাইস, সার্ভার যুক্ত থাকায় আমরা খুব সহজেই বলে দিতে পারিনা এই নেটওয়ার্ক-এর পরিধি কতটুকু। এছাড়া ইন্টারনেটের অধীনেও অজস্র সাব নেটওয়ার্ক রয়েছে। যেমনঃ অফিস, বিদ্যালয়, বাসা নিজস্ব নেটওয়ার্কের অধীনে পরিচালিত হয় যা কিনা আবার ইন্টারনেটের সাথে সংযুক্ত। আর তার জন্যই হয়ত ইন্টারনেট কে শুধু মাত্র নেটওয়ার্ক না বলে অন্য একটা দুনিয়া বললেও খুব একটা ভুল হবেনা।
0 Comments
Trackbacks/Pingbacks