বাংলায় আইপি যেটা ইংরেজিতে আমরা বলে থাকি IP (সংক্ষিপ্ত রূপ) এর পূর্ণ রূপ হল Internet Protocol (ইন্টারনেট প্রটোকল)। ইন্টারনেট জগতে সাথে যুক্ত আছে এমন কোনো ডিভাইস কল্পনাই করা যায় না যার একটি আইপি এড্রেস (IP Address) নেই। আর এই আইপি এড্রেস-এর নির্ধারক হল আইপি।
আইপি মূলত কোনো ডিভাইসের ঠিকানা নির্ধারণ করে থাকে ইন্টারনেট জগতের জন্য। ব্যপারটা ঠিক অনেকটা আমাদের বাসা-বাড়ির ঠিকানার মত। আমাদের বাসস্থানের একটি ঠিকানা থাকে যার মাধ্যমে যে কেউ চাইলে আমাদের খুঁজে বের করতে পারে। যেহেতু ইন্টারনেটে ব্যবহারকারীর সংখ্যা অনির্দিষ্টি, আবার কে কোন জায়গা থেকে ইন্টারনেট চালাচ্ছে সেটা জানাটাও জরুরি। তাই এইসকল সমস্যার সমাধানের জন্য আইপি এড্রেস এর ব্যবস্থা।
আইপি-এর অনেকগুলো সংস্করণ রয়েছে। এগুলো হলঃ
- IPv2
- IPv4
- IPv6
উল্লেখ্য যে, IPv1 এবং IPv3 কেবল মাত্র পরিক্ষামূলক কাজের জন্যই ব্যবহৃত হয়েছিল। আর, বর্তমানে সব থেকে বেশি প্রচলিত আইপি সংস্করণটি হল IPv4। তবে IPv6 সকলের জন্য উন্মুক্ত হওয়াই, এখন অনেকেই IPv6 এর দিকে ঝুঁকছে।
0 Comments
Trackbacks/Pingbacks