ডাব্লিউএইচএমসিএস(WHMCS) হল একটি বিলিং সফটওয়্যার (billing software)। বিশেষ করে ডোমেইন-হোস্টিং প্রোভাইডার/কোম্পানি এর কাছে এই সফটওয়্যারটি বেস জনপ্রিয়।
বিলিং এর পাশাপাশি
- ক্লায়েন্ট ম্যানেজ,
- প্যাকেজ ম্যানেজ,
- প্যাকেজ রিনিউয়াল,
- ডোমেইন কন্ট্রোল প্যানেল
- ওয়েব কন্ট্রোল প্যানেল ইন্ট্রিগেশন(integration)
- অটোম্যাশন
থেকে শুরু করে আরও অনেক ধরনের এডভান্সড ফিচার(advanced feature) প্রদানে এই সফটওয়্যারের জুড়ি নেই।
এই সফটওয়্যারের মাধ্যমে একাউন্ট তৈরি করেই ক্ল্যায়েন্ট ওয়েবসাইট-এর সাথে সম্পৃক্ত বিভিন্ন সার্ভিসের অর্ডার দিয়ে থাকে এবং সেটা উপভোগ করে।
WHMCS এর Demo দেখতে এই নিচের বাটনে ক্লিক করুন।
WHMCS এর অনেকগুলো বিকল্প কিছু জনপ্রিয় সফটওয়্যার রয়েছে। এগুলো হলঃ
- ClientExec
- Boxbilling
- Blesta
- HostBill
WHMCS এর এখনই বিনামূল্যে ব্যবহার করা যায়না। তাই এটি প্রতি মাসে রিনিউ করে চালাতে হয়।
0 Comments