ডোমেইন নাম কী?
ডোমেইন নাম হচ্ছে একটি ভার্চুয়াল নাম যেটার মাধ্যমে একটি ওয়েবসাইট সকলের নিকট পরিচিতি পায়।
কেন ডোমেইন নামের প্রয়োজন?
বাস্তব দুনিয়ার মত ভার্চুয়াল দুনিয়াতেও রয়েছে ঠিকানার মত কিছু বিষয়। একটি ঠিকানা দিয়ে যেমন একটি বাড়ি কিংবা প্রতিষ্ঠান আমরা সহজে খুঁজে পেতে পারি ঠিক তেমনি ভার্চুয়াল জগতেও একটি সার্ভার বা ওয়েবসাইটের জন্য থাকে আইপি। তবে এই আপনি হয়ে থাকে কিছু সংখ্যার সমষ্টি। মানুষ স্বভাবসুলভ ভাবেই সংখ্যা মনে রাখতে পারে না। তাই সেই প্রয়োজনীয়তার কথা চিন্তা করে ডোমেইন নাম -এর ধারনার উৎপত্তি যা সহজে আমাদের একটি ওয়েবসাইটকে মনে রাখতে সহায়তা করে থাকে।
0 Comments