ডোমেইনের পরিপূর্ণ কন্ট্রোল প্যানেল কি?

জ্ঞান চর্চা

ডোমেইন কন্ট্রোল প্যানেল কী?

যে প্যানেল দিয়ে ডোমেইন-এর সকল কার্য সম্পন্ন করা হয় সেটাই ডোমেইন কন্ট্রোল প্যানেল। ওয়েবসাইটের সাথে বিভিন্ন সুবিধা যুক্ত করার জন্য ডোমেইন কন্ট্রোল প্যানেলের বিকল্প নাই।

ডোমেইন কন্ট্রোল প্যানেল নিয়ে যত দ্বিধাঃ
অনেকেই আছেন, ডোমেইন(domain)-এর ফুল কন্ট্রোল প্যানেল(control panel) খুঁজে থাকেন। কোন কোম্পানি/প্রোভাইডার এই প্যানেল দিচ্ছেন, তাদের সন্ধান করতে করতে হয়ত হাঁপিয়ে উঠেছেন। এদিকে এইসব কোম্পানি/প্রোভাইডার ক্লায়েন্টদের এই বিষয়টা নিয়ে বুঝাতে বুঝাতে অনেক সময় হালও ছেড়ে দেন বোঝানোর।

এই বিষয়টা বোঝানোর আগে ছোট একটা উদাহরণ দেই, যেহেতু অনেকেই আছে টেকনিক্যাল বিষয়গুলো সরাসরি বুঝেন না।
ধরুন আপানর ফেসবুক(Facebook)-এ একটা একাউন্ট(account) আছে, টুইটার(Twitter)-এ একটা একাউন্ট আছে, লিংকডইন(Linkedin)-এ একটা একাউন্ট আছে। আপনি এই একাউন্ট দিয়ে  পোস্ট দিতে পারেন, ডিলিট(delet)/মোডিফাই(modify) করতে পারেন। ছবি আপলোড(upload) করতে পারেন, প্রোফাইল পিকচার(profile picture) পরিবর্তন থেকে শুরু করে যত রকম কাজ করা যায় একটি সোশ্যাল একাউন্ট(social account)-এর প্রোফাইল দিয়ে, তার সব কিছুই করতে পারেন। কিন্তু খেয়াল করলে দেখবেন, এটার কোনোটারই কিন্তু ইন্টারফেস (ইন্টারফেস(interface) হল ব্যবহারকারী হিসেবে আমরা আমাদের ডিভাইসের মনিটর(monitor)/ডিসপ্লে(display)-তে ওয়েবসাইট(website)/এপ্লিকেশন(application)-এর যে ডিজাইন(design) দেখে থাকি) একইরকম না। কারণ এই তিনটি সোশ্যাল মিডিয়া(social media)-এর মালিক আলাদা আলাদা তিনজন। একজনের ইন্টারফেস যদি অন্য জনের ইন্টারফেসের হুবহু কপি(copy) হয়, তবে সেটা কপিরাইট(copyright)-এর আওতায় আইনি ঝামেলায় পড়ার সম্ভাবনা থাকে।

ঠিক তেমনি, যারা ডোমেইন বিক্রি করেন তাদের ব্যবহারকারীদের জন্য যে ইন্টারফেস সেটা সব সময় দেখতে একই রকম হয়না। যার ফলে, অনেকেই মনে করতে পারেন, “এটায় দেখলাম একরকম, আবার ওখানে এমন কেন?
এখন হয়ত বুঝতে পেরেছেন যে, কোথাও দেখা একটা কন্ট্রোল প্যানেল সব খানে একই রকম দেখতে হবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক, একটা কন্ট্রোল প্যানেল এ কি কি ফাংশনালিটি থাকলে আমরা সেটাকে বলতে পারি পরিপূর্ণ কন্ট্রোল প্যেনেল?
একটি ডোমেইন কেনার পরবর্তীতে যে ফাংশনালিটি(functionality) থাকা প্রয়োজনঃ

  • Renew Status Changer
  • DNS Management
  • Nameserver
  • Contact Information
  • Registrar Lock/Theft Protection
  • Domain Transfer Key/EPP code

উপরে উল্লেখিত ফাংশনালিটি সম্বলিত প্যানেলকে আমরা বলতে পারি একটি পরিপূর্ণ প্যানেল।
এর বাহিরেও কোন কোন প্যানেল আরও অধিক ফাংশনালিটি-এর সুবিধা দিয়ে থাকে। যেমনঃ

  • Child Nameserver
  • Free Email Account
  • Mail Forwarding
  • Domain Forwarding
  • WHOIS Protection

Orderbox/Logicbox কিংবা WHMCS এর প্যানেলগুলোতে এই অতিরিক্ত ফাংশনগুলো পেয়ে যাবেন। তবে এই বাড়তি সুবিধাগুলোই বেশিরভাগ ব্যবহারকারীর প্রয়োজনই পড়ে না। কিংবা এই ফাংশন/সার্ভিস-এর কিছু সীমাবদ্ধতা থাকায় চাইলেই নিয়মিত কাজের জন্য ব্যবহার করা যায়না।
অনেকের মধ্যে ভুল ধারনা যে Orderbox এর interface-টিই ডোমেইন-এর জন্য ফুল কন্ট্রোল প্যানেল। আদৌ যে তেমনটি নয়, আশা করি এই পোস্টের মাধ্যমে অনেকেরই এই বিষয়টা নিয়ে ভুল ধারনার পরিসমাপ্তি ঘটবে। কিছু ডোমেইন কন্ট্রোল প্যানেলের স্ক্রিনশন নিচে শেয়ার করা হল।

ধন্যবাদ সবাইকে cornQ-এর পক্ষ থেকে।

Domain Panel from Different Platforms

Follow Us

Read More

Show/Hide Comments (0 comments)
L

0 Comments

Trackbacks/Pingbacks

  1. WHMCS কী? - […] ডোমেইন কন্ট্রোল প্যানেল […]

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

You May Love To Read

Pin It on Pinterest

Share This