.net.bd নিয়ে অনেকে বিভ্রান্তে থাকেন যে, এই এক্সটেনশনটা কোন উদ্দেশ্যে বা কোন ধরনের ব্যবসাতে ব্যবহার করা যায়। অনেকে আবার এটাকে .com.bd এর বিকল্প মনে করে থাকেন। কিন্তু মোটেও এমন নয় ব্যাপারটি।
.net.bd কী?
.net.bd একটি third level country domain extension যেখানে .bd বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে থাকে এবং .net এসেছে নেটওয়ার্ক থেকে। নেটওয়ার্ক বা ইন্টারনেটের সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান কিংবা সার্ভিস প্রোভাইডারদের প্রতিনিধিন্ত্ব করে থাকে এই .net।

.net.bd কাদের জন্য?
যেসকল ব্যবসা অনলাইন পরিসেবা এর সাথে সম্পর্কিত যেমন ISP, Data Center, Tech Company এই domain extension টি ব্যবহার করতে পারে। এতে করে তাদের কোম্পানি কোন ধরনের সার্ভিস দিয়ে থাকে সেটা সহজেই বোঝা যাবে।
কীভাবে .net.bd কিনবো?
আমরা কর্ণকিউ থেকে .net.bd এর সার্ভিস দেওয়া শুরু করেছি। খুব সহজে, অল্প সময়ে আপনার ডোমেইন নামটি একটিভ করে নিতে পারবেন। সপ্তাহে ৭ দিন এবং দিনে ২৪ ঘন্টার যেকোন সময়ে নিতে পারবেন সার্ভিস আমাদের থেকে।
.net.bd কিনতে কী কী তথ্য লাগে?
যে যে ডকুমেন্ট প্রয়োজন:
- ট্রেড লাইসেন্স
- জাতীয় পরিচয়পত্র
ট্রেড লাইসেন্স এর সাথে ডোমেইন নামের হুবহু মিল না থাকলেও কী .net.bd নিতে পারবো?
জ্বি, ট্রেড লাইসেন্স-এর সাথে ডোমেইন নামের হুবহু মিল না থাকলেও নিতে পারবেন।



0 Comments